চুয়াডাঙ্গায় ব্যাংক ছিনতাইয়ের ঘটনায় আটক ৪ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার উথলীতে সোনালী ব্যাংক থেকে ফিল্মি স্টাইলে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া টাকার মধ্যে পাঁচ লাখ তিন হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, জীবননগর দেহাটী গ্রামের রফিক উদ্দিনের ছেলে সাফাতুজ্জামান রাসেল (৩০), মৃত আক্তারুজ্জামান বাচ্চুর ছেলে মো. রকি (২৩), মফিজুল শাহ’র ছেলে মাহাফুজ আহম্মেদ আকাশ (১৯) ও সেকেন্দার মন্ডলের ছেলে মো. হাবিবুর (২০)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের ১৫ নভেম্বর দুপুরে সোনালী ব্যাংকের উথলী শাখায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার এক মাসের মাথায় ঘটনার সাথে জড়িত চার আসামীকে আটক করা হয়। এসময় ছিনতাই হওয়া আট লাখ ৮২ হাজার ৯০০ টাকার মধ্যে পাঁচ লাখ তিন হাজার টাকা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি খেলনা পিস্তল, দুটি চাপাতি, দুটি মোটরসাইকেল ও ছিনতাইয়ের টাকায় কেনা একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *