Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৪৯তম বিজয় দিবসে প্রথম প্রহরে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এবিএস রনি, যশোর : বেনাপোলে ১৬ ডিসেম্বর  মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বুধবার রাত ১২:০১ মিনিটে কাগজপুকুরে অবস্থিত স্থায়ী স্মৃতিস্তম্ভ শহীদদের স্বরণে পুস্পমাল্য অর্পন করেছে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সকল সাংবাদিকবৃন্দ।
সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর স্থায়ী কার্যালয় রেল স্টেশন রোড থেকে র‍্যালির মাধ্যমে কাগজপুকুর স্মৃতি স্তম্ভে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ৷ র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন এর নেতৃত্ব দেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি সাহিদুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব হোসেন পক্ষী ৷
শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আলী হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, সহ:দপ্তর সম্পাদক লোকমান হোসেন রাসেল, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক রাসেল ইসলাম, সহ: প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা তাজ, কাস্টম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কার্যকরী সদস্য কাজী তুহিন,কার্যকরী সদস্য শেখ মঈনুদ্দিন, মোঃ শাহ আলম মুক্তার হোসেন ,শামীম হোসেন,সাগর হোসেন,খসরু নোমান সংগ্রাম, মিলন কবির, মামুন হোসেন, রানা আহম্মেদ, ফরহাদ হোসেন, এবিএস রনি, সবুজ মাহমুদ প্রমুখ।
Exit mobile version