মহান বিজয় দিবসে পতাকা উত্তোলন না করায় মোবাইল কোর্টে জরিমানা ও ৫০টি দোকান বন্ধ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবসে পতাকা উত্তোলন না করায় ৫০ টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে লাল ক্রস চিন্হ দিয়ে সাময়িকভাবে বন্ধ ও দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৪ জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার সকাল সাড়ে ৯ টায় কুমারখালী হলবাজার, গণমোড়,রেলস্টেশন,বাসস্ট্যান্ড এলকায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।

উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির মধ্যে সরকারের একটি বিশেষ নির্দেশনা ছিল সকল সরকারি,বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠানে যথাসময়ে সঠিক মাপ,আকার ও রঙের পতাকা উত্তোলন। নির্দেশ অমান্য করে যথাসময়ে পতাকা উত্তোলন না করায় ৫০ টি দোকান লাল ক্রস চিহ্ন দিয়ে বন্ধ করে স্থানীয় জনপ্রতিনিধি ও বনিক সমিতির জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া পতাকার সঠিক মাপ,রঙ ও আকার না থাকায় ১৪ জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *