কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

কুষ্টিয়া প্রতিনিধি : ১৬ ডিসেম্বর ২০২০ জেলা প্রশাসন, কুষ্টিয়ার আয়োজনে মহান বিজয় দিবস- ২০২০ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন; এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া; বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আনসার ভিডিপি, কুষ্টিয়া লেডিস ক্লাব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষ্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। শেষে জেলা প্রশাসক মহোদয় কর্মকর্তাদের সাথে নিয়ে মজমপুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ম্যুরালে, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে এবং পৌর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া মোঃ আসলাম হোসেন। এরপর পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কারারক্ষী কর্তৃক কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবং সবশেষে বীর মুক্তিযোদ্ধাগণকে উত্তরীয় পরিধান এবং সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *