Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ল

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরও বাড়ানো হয়েছে। ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান এ বছর আর খুলছে না।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু শীতের সময় করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই ছুটি ফের বাড়ানো হলো।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এরপর দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়, যা এখন পুরো বছরই পার করতে যাচ্ছে।

Exit mobile version