দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর করোনাভাইরাস, বিশ্বজুড়ে প্রাণহানি ১৬ লাখ ৬৮ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক : মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাস।

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) এ সংখ্যা ছিল ১২ হাজারের বেশি। নতুনভাবে ৬ লাখ ৮৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের সংক্রমণ। মোট সংক্রমিত ৭ কোটি ৫২ লাখ ৭৩ হাজারেরও বেশি।
বুধবারের চেয়ে কিছুটা কমে বৃহস্পতিবার আমেরিকায় মৃত্যু হয়েছে তিন হাজারের কাছাকাছি; দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন তিন লাখ ১৭ হাজারের বেশি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ হাজারের ওপর মৃত্যু দেখল ব্রাজিল; লাতিন আমেরিকার দেশটির মোট প্রাণহানি এক লাখ ৮৫ হাজারের মতো। এছাড়া, জার্মানি- ৭২৪, ইতালি- ৬৮৩, মেক্সিকো-৬৭০ এবং রাশিয়া ৬শ’র কাছাকাছি মৃত্যু দেখল একদিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *