অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেল ভারতে। আমেরিকার পর দ্বিতীয় দেশ হিসেবে এই অংক পার করল ভারত।
ওয়ার্ল্ডেওমিটারের শনিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনায় মোট সংক্রমিত ১ কোটি ৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪৫ হাজার ১৭১ জন।
অবশ্য দেশটিতে দৈনিক সংক্রমণ কমে এসেছে। বুধবার সংখ্যাটি ১৮ হাজারে নেমে আসলেও শুক্রবার তা প্রায় ২৭ হাজারে গিয়ে ঠেকে। একসময় দক্ষিণ এশিয়ার দেশটিতে লাখে গিয়ে ঠেকেছিল সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৬ হাজার ৯৯১ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছে ৩৪২ জন।
এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায়ও সংক্রমণ আড়াই লাখের বেশি ছিল। দেশটিতে নতুন করে প্রায় ২ লাখ সাড়ে ৫৪ হাজারের মতো আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ২ হাজার ৭৯৪ জন।