Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য মেরামত শুরু

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় মাদরাসাছাত্রদের হাতে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর সেই ভাস্কর্য মেরামত কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে এ মেরামতের কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত ভাস্কর্যটি মেরামত করতে চারদিন সময় লাগবে বলে জানান ভাস্কর।

 

পৌরসভা সূত্র জানায়, গত নভেম্বর মাসের শুরুতে কুষ্টিয়া পৌরসভা কতৃপক্ষ ৩০ লাখ টাকা ব্যয়ে শহরের পাঁচ রাস্তার মোড়ের শাপলার ভাস্কর্য ভেঙে সেখানে জাতীয় চার নেতার মুর‌্যালে উপরে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু করা হয়। ইতিমধ্যে শহরের মজমপুরের অংশে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেওয়ার একটি ভাস্কর্য তৈরির কাজ প্রায় শেষের দিকে।

 

ভাস্কর জামাল মাহাবুব জানান, ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি মেরামত শুরু হয়েছে। মেরামত কাজ শেষ করতে চারদিন সময় লাগবে।

 

উল্লেখ্য, ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।

Exit mobile version