কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ইফতার মাহফিলের মাধ্যমে সকল শ্রেণি পেশার মানুষকে এক জায়গায় একত্রিত করে সমপ্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। যা পবিত্র রমজানের মূল তাৎপর্য বহন করে। গতকাল কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির ইফতার ও দোয়া মাহফিলে শহরের দিশা রেস্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ একথা বলেন। তিনি আরও বলেন, ১৯৬৫ সালে আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে লেখার অপরাধে শহীদ সাংবাদিক নারায়ন কৃষ্ণ মজুমদারের রক্তের উপর দিয়ে গঠিত কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এই জেলার সাংবাদিকদের ঐতিহ্য বহন করে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে কুষ্টিয়ার প্রগতিশীল সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।


আজকের এই ইফতার মাহফিলে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক, আইনজীবি, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, গণমাধ্যমকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তি আগামীতে সকল অপশক্তির বিরুদ্ধে লেখনির মাধ্যমে সোচ্চার থাকবে।


কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ­বের সভাপতিত্বে ও সহ-সভাপতি জামিল হাসান খান খোকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সহমর্মিতা ও সমপ্রীতির শিক্ষা দেয়। এই ইফতার মাহফিল কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। পরিশেষে তিনি সকলকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবির সিও লেঃ কর্ণেল রফিকুল ইসলাম, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আজাদ জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি— দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজীদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল ইসলাম লোটাস, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, জজ কোর্টের বিজ্ঞ পিপি ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ শামস তানিম মুক্তি, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ড. আমানুর আমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অজয় সুরেকা, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শাহানারা বেগম, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, এ্যাপে· ক্লাবের সভাপতি আকরাম হোসেন বাবু, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশর কুষ্টিয়ার মডারেটর শামীম রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, কেপিসি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তা ছিলেন কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যানে এবং সার্বিক ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। কুষ্টিয়ার সর্বস্তরের প্রগতিশীল গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *