Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নেটফ্লিক্সে ভিডিও অফ রেখে শোনা যাবে অডিও

অনলাইন ডেস্ক : জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন ফিচার চালু করতে যাচ্ছে। ‘ভিডিও অফ’ শিরোনামের নতুন এই ফিচারের মাধ্যমে ভিডিও অফ রেখে শুধু অডিও শুনতে পারবেন গ্রাহকরা।

দ্য ভার্জ জানিয়েছে, এক্সডিএ ডেভেলপারস ও অ্যান্ড্রয়েড পুলিশ প্রথমে নেটফ্লিক্সের এই নতুন ফিচার আপডেটের খবর জানতে পেরেছে। নতুন এই ফিচারের ব্যাপারে জানানো হয়েছে, কোনো ভিডিও দেখার সময়, গ্রাহকরা পূর্ণ স্ক্রিন ভিডিও প্লেয়ারের শীর্ষে একটি ‘ভিডিও অফ’ ফিচার দেখতে পাবেন। ভিডিওটি বন্ধ হয়ে গেলে, পডকাস্টের মতো শুনতে পারবেন নেটফ্লিক্স ব্যবহারকারীরা।
অ্যাপের সেটিংসে একটি অডিও-অফ বিকল্প রয়েছে, যেখানে দর্শকদের সিদ্ধান্ত নিতে পারবেন তারা সর্বদা অডিও বন্ধ রাখতে চান নাকি অন্য কোনো সুনির্দিষ্ট সময়ে।

Exit mobile version