

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭০লিটার বাংলা মদসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন, শহরের মজমপুর এলাকার বাদশা (৫০), কাস্টম মোড় এলাকার রানা(৪০) এবং সদর উপজেলার বটতৈল এলাকার রবিউল (৩৫)।