Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অ্যান্টার্কটিকাতেও ছড়িয়ে পড়ল করোনাভাইরাস, আক্রান্ত ৩৬

অনলাইন ডেস্ক : একমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশই বাকি ছিল, যেখানে করোনাভাইরাস (কোভিড-১৯) ছিল না। এবার সেই অ্যান্টার্কটিকাতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এই প্রথম সেখানে করোনার সংক্রমণ ধরা পড়েছে। সেখানে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

 

স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চিলির রিসার্চ বেসে ৩৬ জনের শরীরে মিলেছে ভাইরাস। ওই ৩৬ জনের মধ্যে ২৬ জন চিলির সেনা এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী।

জেনারেল বার্নার্ডো ও হিগিন্স রিকেলমে রিসার্চ বেসে এই সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের প্রত্যেককেই উদ্ধার করে চিলির পুন্টা আরেনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

সংক্রমণ ঠেকাতে অ্যান্টার্কটিকার সব গবেষণার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চিলির বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা নিউজউইক জানিয়েছে, ধন্যবাদ, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য। এবিসি-র রিপোর্ট বলছে, আন্টার্কটিকায় চিলির যে ১৩টি রিসার্চ বেস আছে, তার মধ্যে একটি হলো জেনারেল বার্নার্ডো ও’হিগিন্স রিকেলমে।

Exit mobile version