Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

জানুয়ারিতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

অনলাইন ডেস্ক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে লিখিত পরীক্ষার ফল পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে। তবে আশা করা হচ্ছে, জানুয়ারির মধ্যেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারবে পিএসসি।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, চলতি মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কারণ বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষককে দিয়ে দেখাতে হচ্ছে। যা শেষ হতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। আমরা আশা করছি, জানুয়ারির মধ্যেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার পরিচালক মো. নেয়ামত উল্ল্যাহ বলেন, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য আমরা কাজ করছি। আমারও চাই দ্রুত ফল প্রকাশ করতে। এই জন্য আমাদের আন্তরিকতা বা চেষ্টার কোনো ঘাটতি নেই। যখনই কাজ শেষ হবে তখনই ফল প্রকাশ হবে।

সূত্র:কালের কণ্ঠ

Exit mobile version