

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেলা ছাত্র মৈত্রীর আয়োজনে রাজশাহী মেডিকেলে প্রকাশ্যে জামায়াত শিবিরের হামলায় আহত শহীদ ডাঃ জামিল আকতার রতন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শহরের কাটাইখানার মোড় থেকে শোক র্যালি বের হয়ে কুষ্টিয়া সরকারি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। জেলা শাখার সভাপতির ইসতিয়াক খান শশীর নেতৃত্বে র্যালিতে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাকিব ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান শিশির এবং শহর শাখার সভাপতি রাহুল ইসলাম আল আমিন সহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি বলেন শহীদ জামিলের রক্তের শপথ নিয়ে দেশ থেকে সম্প্রদায়িকতাকে উচ্ছেদ করতে হবে। উল্লেখ্য ডাঃ জামিল তৎকালীন সময়ে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র মৈত্রীর সভাপতি ছিলেন।