Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সারাবিশ্বে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে পাওয়া করোনার (কোভিড-১৯) নতুন ধরন ইতোমধ্যে বিশ্বের আরও অনেক দেশেই শনাক্ত হয়েছে। কানাডা ও জাপানেও এই নতুন ধরন পাওয়া গেছে, যা ইউরোপের দেশগুলোর বাইরে।

 

এ ছাড়া ইতোমধ্যে এ নতুন ধরনের দেখা মিলেছে স্পেন, সুইৎজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে। যুক্তরাজ্য থেকে আসা মানুষজনের সংস্পর্শের কারণে এসব দেশে এই নতুন ধরন দেখা যাচ্ছে।

যদিও কানাডার অন্টারিওতে এক দম্পতির শরীরে এই ভাইরাসের নতুন ধরনের মিল পাওয়া গেলেও তারা কীভাবে আক্রান্ত হয়েছেন, তা জানা যায়নি। তাদের অন্য দেশে ভ্রমণ বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসার ইতিহাস নেই।

 

এ পরিস্থিতিতে অনাবাসিক নাগরিকদের আগামী এক মাসের জন্য দেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে জাপান। আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাজ্যের কঠোর নজরদারি ব্যবস্থার কারণে হয়তো সেদেশে প্রথম নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়ে থাকতে পারে। গত সেপ্টেম্বর মাসে প্রথম লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনার এই নতুন এবং অত্যন্ত সংক্রামক জাতটি ছড়িয়ে পড়ে। এই নতুন ধরন আগের চেয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।

সূত্র: বিবিসি

Exit mobile version