মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১শ বোতল ফেন্সিডিল আটক করেছে। এসময় মাদক পাচারের অভিযোগে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার শেষ বিকালের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল মোনাখালী ঈদগাহর কাছে উৎপেতে থাকে। এসময় মুজিবনগরের দিক থেকে আসা একটি ইজিবাইকটি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ইজিবাইকের পেসেঞ্জার খয়রুন বেগম, রেজাউল হক ও ইজিবাইক চালক শাহজাহান মিয়াকে আটক করে।
রেজাউল চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে, খয়রুন বেগম একই গ্রামের হায়দার আলীর স্ত্রী ও ইজিবাইক চালক শাহজাহান সাজ্জাদ হোসেনের ছেলে। ডিবি পুলিশের দলটি ইজিবাইকসহ ৩ টি মোবাইল ফোন জব্দ করেছে।
এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.