অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাসের সময়টাতেও সময়টা দারুণ কাটছে বলিউড সুপারস্টার সালমান খানের। বলিউডে হাঙ্গামা বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, সালমান তার নতুন ছবি ‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ জি স্টুডিওর কাছে ২৩০ কোটি রুপিতে (স্যাটেলাইট, দেশে ও দেশের বাইরের থিয়েট্রিকাল, ডিজিটাল ও সঙ্গীত স্বত্ত্ব) বিক্রি করেছেন। করোনাকালে এটি অন্যতম একটি রেকর্ড।
‘রাধে – ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে কাজ করেছেন দিশা পাটানি। খল চরিত্রে দেখা যাবে রণদ্বীপ হুদা ও পুলিশ কর্মকর্তার চরিত্রে জ্যাকি শ্রুফকে। ছবিটি আগামী বছরে ঈদে মুক্তি পাবে।
সম্প্রতি ৫৫তম জন্মদিন পালন করেছেন বলিউডের সবচেয়ে এলিজেবল ব্যাচেলর সালমান। এখনো পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে ছুটি উদযাপন করছেন তিনি। জানুয়ারির প্রথম সপ্তাহে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির কাজ শুরু করবেন সালমান। মার্চে থেকে শুরু করবেন ‘টাইগার থ্রি’ ছবির কাজ।