কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া র্যাব-১২ অভিযান চালিয়ে ৫০২ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজারের উপর একদল মাদক চোরাকারবারি মাদক বহন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী হরেন ঘোষ (৬৪) পিতা -মৃত হাজারী ঘোষ, সাং- সুলতানপুর, মিরপুর, মিনারুল হক (৩৮) পিতা- জিনাত হোসেন, সাং- বাহাদুরপুর, ভেড়ামারা, রানা ইসলাম(২০) পিতা- জান আলী ইসলাম, সাং- স্বরুপদহ, মিরপুর, হিরা লাল (৩৯) পিতা-মৃত সোনা লাল, সাং পোরাদহ দক্ষিন কাঠদহ, মিরপুর, কুষ্টিয়াদ্বয়কে ৫০২ লিটার চোলাই মদ, ৫ টি মোবাইল ফোন, ২ টি সিএনজি, নগদ ১৩৫০ টাকা সহ গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে র্যাব এবং আসামীদের কুষ্টিয়া ভেড়ামারা থানায় সোপর্দ করেন। এ বিষয়ে র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী যতবড় শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।