Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক : ভিন্ন আঙ্গিকে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি বিশ্ব। করোনার কারণে বর্ষবরণ নিয়ে দেশে দেশে কড়াকড়ি থাকলেও নতুন বছরকে স্বাগত জানাতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্বের বড় শহরগুলোর মধ্যে প্রথম আতশবাজির জমকালো আয়োজনে নতুন ইংরেজি বছর ২০২১ সালকে স্বাগত জানিয়েছে।

 

এই মহামারী করোনার মধ্যেও দেশটিতে বর্ষবরণের রীতিতে তেমন একটা পার্থক্য দেখা যাচ্ছে না। বিশ্ব গণমাধ্যম জানিয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ডে রাত ১২টা (স্থানীয় সময়) বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় নববর্ষ উদযাপন। তবে এবার বিশ্ব প্রথম নববর্ষ পালন শুরু হয় সামোয়াতে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার ভয়াবহ রূপ দেখেছে গোটা বিশ্ব। তাই ২০২১-র দিকে তাকিয়ে সকলে। একটাই প্রার্থনা, যেন নতুন বছর শুভ হয়। এরই মধ্যে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পেড়েছে বিশ্বে, যা নতুন উদ্বেগের কারণ। কোভিড-১৯ এর এই নতুন স্ট্রেইনের পরিবর্তিত বা মিউটেশনের উৎস কী তা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

সূত্র : ডেইলি মেইল ও নিউ নিউজিল্যান্ড হেরাল্ড।

Exit mobile version