Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক : শৈত্যপ্রবাহ দিয়েই শুরু হয়েছে নতুন বছর। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়, রংপুর বিভাগসহ নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

 

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

 

আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

Exit mobile version