
নিজস্ব প্রতিনিধি: প্রবাসী জয় নেহালের অর্থায়নে কুমারখালী বায়তুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরন করা হয়েছে। আজ সকাল ১০ টার সময় সালমান শাহেদ(প্রকাশকও সম্পাদক দেশের পত্রিকা,জেলা প্রতিনিধি দৈনিক অর্থনীতির কাগজ ) সজীব কুমার নন্দী (বার্তা সম্পাদক ,দেশের পত্রিকা )এবং কুমারখালী নোভা ক্লিনিকের চেয়ারম্যান বদর উদ্দিন এর উদ্দ্যোগে কুমারখালী বায়তুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরন করা হয় । মহিলা মাদ্রাসা ও এতিমখানার আবাসিকে মোট ৬৫ জন শিক্ষার্থী থাকেন । এ সময় কুমারখালী বায়তুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানার আমির ও কুমারখালী -খোকসা উলামা পরিষদ এর সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক নূরানী উপস্থিত ছিলেন ।
মাওলানা আব্দুল মালেক নূরানী বলেন, জয় নেহাল আমেরীকায় থেকে আমাদের মহিলা মাদ্রাসা ও এতিমখানায় যে শীতবস্ত্র বিতরন করেছেন এর জন্য মহান আল্লাহ রব্বিল আল-আমিনের দরবারে আমরা দোয়া করি এবং তার ও তার পরিবারের জন্য বিশেষ ভাবে দোয়া করি ও সুস্থ্য জীবন কামনা করি । এবং তিনি এই ধরনের মহৎ কাজ যেন সারা জীবন পরিচালনা করতে পারেন ।
এই পর্যন্ত কুষ্টিয়ার কৃতি সন্তান মানবতার সেবক ও একজন প্রকৃত করোনাযোদ্ধা কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নেহাল স্যারের সন্তান আমেরিকা প্রবাসী জয় নেহালের আর্থিক সহযোগিতায় প্রায় ১০০০ টি কম্বল কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিতরন করা হয়েছে।
আমেরিকা প্রবাসী জয় নেহাল বলেন, আমরা দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে আমার কিছু শুভাকাঙ্খীদের মাধ্যমে এভাবে সহযোগিতা করে আসছি আল্লাহর রহমতে আগামীতে আরও যেন সহযোগিতা করতে পারি।
আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
সর্বশেষ দল-মত,ধর্ম-বর্ন নীর্বিশেষে দেশের মানুষকে সহযোগীতা করার জন্য আহবান করেন এই মানবতার প্রতীক জয় নেহাল ।