ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ায় ভেড়ামারায় নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় মো. শরীফুল ইসলাম নামের ওই যুবককে জরিমানা করা হয়।
জানাযায়, শনিবার রাতে উপজেলার ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময়
আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।
অভিযানে দণ্ডপ্রাপ্ত মো. শরীফুল ইসলাম ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকার জামাত আলীর ছেলে।
ইউএনও সোহেল মারুফ জানান, ক্ষেমিড়দিয়ারে ভাটাপাড়ার এলাকায় বাসার লাইন থেকে বিদ্যুৎ দিয়ে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর অপরাধে শরীফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এমন অভিযান চলমান থাকবে।