করোনার নতুন ধরন বিশ্বের ৩৩ দেশে ছড়িয়েছে

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন (ধরন) বিশ্বের মোট ৩৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এই নতুন ধরনের সন্ধান তুরস্কেও পাওয়া যায়। দেশটিতে নতুন ধরনের করোনায় ১৫ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।

 

এই নিয়ে ১ মাসেরও কম সময়ে ৩৩টি দেশে নতুন স্ট্রেনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে অন্যান্য দেশের ভ্রমণ বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাজ্যের কলোরাডো অঙ্গরাজ্যে প্রথম এ ভাইরাসের দেখা পাওয়া যায়।

 

তুরস্কেরর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওই ১৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে যারা ছিল, তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *