এবিএস রনি,( যশোর ) : যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। আর যশোরের বর্তমান জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়ালকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।গত বছরের ১১ মার্চ আব্দুল আওয়াল যশোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
অল্পসময়েই তিনি যশোরের অতিসাধারন মানুষের নিকজনে পরিনত হন।তিনি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে সাধারন মানুষের মনের মনি কোঠায় ঠাই করে নেন।জেলা প্রশাসক আব্দুল আওয়ালের বিদায়ের খবরে সমাজের সর্বস্তরের মানুষ ব্যথিত।সকল পর্যায় থেকে তার উত্তোরত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।আওয়ামী লীগ নতুন সরকার গঠনের পর গতকালই এক সাথে ১৯ জেলার জেলা প্রশাসক রদবদল করেছে।