Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ায় ব্যাংকে ডাকাতির চেষ্টা, ২ আনসার আহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার সাবেক পাড়ায় রুপালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় ডাকাতদের হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন-আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার শেষ সীমানায় অবস্থিত পীরগাছা বাজার এলাকার সাবেক পাড়ায় রুপালী ব্যাংকে মঙ্গলবার ভোররাতে দুজন মুখোশধারী দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করে।

 

এসময় ব্যাংকের নিরাপত্তায় ছিলেন আনসার সদস্য মাসুদ রানা ও হাবিবুর রহমান। দুর্বৃত্তরা ব্যাংকের লোহার গেট কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আনসার সদস্যরা তাদের বাধা দেয়। এতে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। আনসার সদস্যরা চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়।

 

বগুড়ার গাবতলী রুপালী ব্যাংক সাবেক পাড়া শাখার ম্যানেজার মোতাহার হোসেন জানান, মুখোশ পরে দুজন দুর্বৃত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টা করে। এসময় তারা নিরাপত্তায় কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলা চালায়। তবে তারা ভোল্ট ভাঙার চেষ্টা করলেও পারেনি। পরে তারা পালিয়ে যায়।

 

বগুড়ার গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গাবতলীর সাবেক পাড়ায় রুপালী ব্যাংক একটি ভাড়া বাসায় তাদের কার্যক্রম পরিচালিত করে আসছিল। ব্যাংকের সিসি টিভি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে ৫টার দিকে মুখোশ পরিহিত দুজন দুর্বৃত্ত ডাকাতির চেষ্টা করে। এসময় কর্তব্যরত আনসাররা তাদের বাধা দিলে ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ব্যাংকের কোনো ক্ষতি বা ভোল্ট লুটের কোনো কিছু ডাকাতরা করতে পারেনি। এঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Exit mobile version