বাংলাদেশ বিশ্বকাপের মূল বাছাইপর্বে

খেলার খবর : ব্রিস্টলে বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টিতে ক্রিকেটম্যাচ ভেস্তে যাওয়ার পর বঙ্গবন্ধুতে উপস্থিত ফুটবলপ্রেমীরাই নন, গোটা দেশ চেয়েছে লাওসের বিপক্ষে জয় নিয়ে রঙধনুর সাত রঙে সেজে মাঠ ছাড়বেন জামাল ভূঁইয়া, মামুনুলরা। কিন্তু একের পর এক গোল মিসে জয় বঞ্চিত হয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে সফরকারী লাওসের সঙ্গে গোলশূন্য ড্র হলেও কাতার বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সুযোগ নষ্ট হয়নি একটুও। অ্যাওয়ে ম্যাচে জয়ের সুবিধা নিয়ে এশিয়ার সেরা ৪০ দলের সঙ্গে বাছাইপর্ব খেলবে জেমি ডে শিষ্যরা।

২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে প্রস্তুত হচ্ছে গোটা বিশে^র ২০৭টি দেশ। প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। বিশ্বকাপের বাছাইপর্বে খেলার জন্য প্রাক-বাছাইপর্ব খেলছে বেঙ্গল টাইগাররা। পাঁচ দিন আগে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে জামাল বাহিনী গতকাল একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মতিন মিয়া ও আরিফুর রহমানের জায়গায় খেলেছেন মামুনুল ও রবিউল। ড্র করলেই চলবে- এমন চাপে ম্যাচের প্রথম ১০ মিনিট সুর-তালহীন ফুটবল খেলে জেমি ডের শিষ্যরা। পরবর্তীতে অবশ্য চাপ সামলে বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শুরুতে খেঁই হারিয়ে ফেললেও প্রথম আক্রমণে যায় ৮ মিনিটে। জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ব্যাক হেড করলে বল বিপজ্জনক অবস্থায় পরলেও ইয়াসিন পা ছোঁয়াতে পারেননি। পরের মিনিটে রবিউল হাসানের বাঁ পায়ের বাঁকানো কর্নার লাওসের গোলরক্ষক কায়সাবা ফিস্ট করেন। দুই দুটি আক্রমণের পর থেকে নিজেদের মেলে ধরে আক্রমণের ধারা বাড়িয়ে দেয় বাংলাদেশ। ১৬ মিনিটে জনির পাস বক্সে ঢুকেও দুর্বল শট করেন নাবীব নেওয়াজ জীবন। এরমধ্যে সফরকারী লাওস যে আক্রমণ করেনি, সেটা নয়।

২৪ মিনিটে ইয়াছিনের ব্যাক পাসে বিপদে পড়তে যেয়েও স্ট্রাইকার ভানসান্নার ব্যর্থতায় পারেনি সফরকারীরা। পাঁচ মিনিট পর রবিউলের লম্বা থ্রোকে কাজে লাগাতে পারেননি জীবন। ৩৮ মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন জীবন। দ্বিতীয়ার্ধেও উভয় দল গোলের সুযোগ পেলেও কেউ কাজে লাগাতে পারেনি। ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে দিনটি হয়ে থাকল বাংলাদেশের। ক্রিকেটে হতাশার দিনে কাতার বিশ্বকাপে বাছাইপর্বে জায়গা করে নিয়েছে জামালরা। উৎসব করেই মাঠ ছেড়েছেন ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *