Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ট্রাম্পের টুইটার-ফেসবুক অ্যাকাউন্ট ব্লকড

অনলাইন ডেস্ক : আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটেছে। হামলা চলাকালে ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া গেছে এবং অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নারী গুলিবিদ্ধ হয়ে মারাও গেছেন বলে শোনা যাচ্ছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন বলছে, গুলিবিদ্ধ নারী মারা গেছেন। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

হামলার পরিপ্রেক্ষিতে ফেসবুক ঘোষণা করেছে যে তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেইজ থেকে কোনো পোস্ট অনুমোদন করবে না। এর আগে টুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছে।

ফেসবুক জানিয়েছে, দুটি বিধি ভঙ্গের অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করা হলো। এ সময়ের মধ্যে তিনি কোনো পোস্ট দিতে পারবেন না। টুইটার বলেছে, ট্রাম্পের করা পর পর তিনটি টুইট নীতিমালা ভঙ্গ করেছে। তার অ্যাকাউন্টটি ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এবং ওই টুইটগুলো অপসারণ করতে হবে।

সূত্র : বিবিসি।

Exit mobile version