Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সময় আবারো নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি।

 

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে যৌথ অধিবেশনে স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। এরপর সরাসরি স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়ার ঘোষণা দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং তার প্রমাণও আমার কাছে আছে, তারপরও ২০ জানুয়ারি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

 

সাময়িকভাবে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে। এ জন্য মুখপাত্রের অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তার বিবৃতি প্রকাশ করেন। এর আগে যৌথসভায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে চূড়ান্তভাবে অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস।

সূত্র: সিএনএন।

Exit mobile version