করোনা ভ্যাকসিন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল সরকার

অনলাইন ডেস্ক : জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড আমদানি ও বিতরণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দিয়েছে সরকার।

এ অনুমোদনের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।

আজ ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এর উপ-পরিচালক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ায়, তারা এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বা কোনও টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়ায়, আমরাও অনুমোদন দিতে পেরেছি।’

এর আগে গতকাল দুপুরে ডিজিডিএতে এক বৈঠকে ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি এর জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *