ভেড়ামারায় গৃহহীন পরিবারের মাঝে ৪৮ ঘর হস্তান্তর করলেন ইউএনও

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : মুজিব বর্ষে গৃহহীন থাকবে না কেউ – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গৃহহীনদের জন্য গৃহহীন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ও মোকারিমপুর ইউনিয়নে বরাদ্দকৃত ১০০ ঘরের মধ্যে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের বাঙ্গাল পাড়ায় শনিবার সকাল সাড়ে ১১টায় ৪৮টি ঘর গৃহহীন পরিবারের মাঝে লটারীর মাধ্যমে ঘর হস্তান্তর করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।

এতে গৃহহীন পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আসলামুল হক, আওয়ামীলীগ নেতা সোবহান খান, মেম্বার আব্দুস সাত্তার, মেম্বার ওহিদুল ইসলাম, মেম্বার নূর মোহাম্মদ, সাবেক মেম্বার বাবুল আক্তার ও ইমাম শাহজাহান মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বরাদ্দকৃত ঘর যেসব ভূমিহীন মানুষ পেয়েছেন তাদের মধ্যে ১জন বীর মুক্তিযোদ্ধা, ১জন ইমাম ও ৮জন প্রতিবন্ধী পরিবার উল্লেখযোগ্য। হস্তান্তর অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইমাম শাহজাহান মিয়া।

ইউএনও সোহেল মারুফ বলেন, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহহীন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ই জানুয়ারী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে গৃহহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর আনুষ্ঠানিকতার মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।

ভেড়ামারা উপজেলার বাহিরচর ও মোকারিমপুর ইউনিয়নে বরাদ্দকৃত ১০০ ঘরের মধ্যে আজ গোলাপনগর গ্রামের বাঙ্গাল পাড়ায় ৪৮টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেছি। আগামী ১৫ তারিখের মধ্যে নাম-জারীর কাজও সম্পন্ন হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *