Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না

অনলাইন ডেস্ক : অমর একুশে বইমেলার দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি, তবে ফেব্রুয়ারিতে হচ্ছে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

রবিবার এই কথা জানান তিনি। বাংলা একাডেমির মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, ১ ফেব্রুয়ারি ফিজিক্যালি বই মেলা শুরু করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বা পরিবর্তন সাপেক্ষে আমরা পরবর্তী তারিখ ঘোষণা করবো।

 

যদিও এর আগে পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বই মেলা আয়োজনের ব্যাপারে পরিকল্পনা ছিল একাডেমির। তখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল লেখক ও প্রকাশকদের মাঝে।

 

নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

Exit mobile version