

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারী)এই উপলক্ষে আজ সকালে কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় কুষ্টিয়ায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির ও পরিচালক রোটারিয়ান চামেলি জামান ।
উদ্বোধন পরবর্তীতে কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী’র অনুষ্ঠান আলোকিত করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও আন্তর্জাতিক শিশু সংগঠক আশরাফউদ্দিন নজু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু অজয় সুরেকা এবং কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সকল শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।