Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এইচএসসির ফল প্রকাশ আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন

অনলাইন ডেস্ক : এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

শিক্ষামন্ত্রী জানান, ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাশ হলে গেজেট প্রকাশ করা হবে। গেজেটের পরই ফল প্রকাশ করা হবে।

সংশোধনীর ফলে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।

 

সকালে নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবন থেকে মন্ত্রপরিষদে নানা উন্নয়নমূলক কর্মকান্ডের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

Exit mobile version