Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

উত্তর-পশ্চিমাঞ্চলে ফের শৈত্যপ্রবাহের হানা মাঘ মাস শুরুর আগেই

অনলাইন ডেস্ক : দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঘ মাস শুরুর আগেই ফের হানা দিয়েছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী তিন দিন সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

Exit mobile version