রাত পোহালেই কুষ্টিয়ার ৪ পৌরসভার নির্বাচন

কুষ্টিয়া প্রতিনিধি : রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহি কুষ্টিয়া পৌরসভা সহ জেলা ৪ টি পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচন। সকাল ৮ টায় শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। কুষ্টিয়া পৌরসভার নির্বাচন হবে ব্যালট পেপারের মাধ্যমে।

কুষ্টিয়ার সব কয়টি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিদন্দ্বী বিএনপি। তবে কুষ্টিয়া মিরপুর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির সাথে আলোচনায় আছে জাসদ।

কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে মীর রেজাউল ইসলাম বাবু (১৯ নং ওয়ার্ড), মহিদুল ইসলাম(১৫ নং ওয়ার্ড ), শাহিন উদ্দিন (১৪ নং ওয়ার্ড ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মোট ২১টি ওয়ার্ডে এবারের নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ১১১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদন্দ্বীতা করবেন।

মেয়র পদে আওয়ামী লীগের প্রবীন নেতা বারবার নির্বাচিত মেয়র জনাব আনোয়ার আলী(নৌকা)র প্রধান প্রতিদ্রন্দ্বী বিএনপি নেতা উপজেলার ৩ নং মজমপুর ইউনিয়ন (বিলুপ্তি) এর সাবেক চেয়ারম্যান বশিউর আলম চাঁদ(ধানের শীষ)।

আলোচনায় না থাকলেও নির্বাচন করছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ব্যানারে আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ(হাত পাখা)।

নির্বাচন কমিমন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজারের কিছু বেশী।নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে নিয়মিত বাহিনী র‌্যাব, পুলিশের সাথে বিজিবি, আনসার টহল দিবে।

 

কুষ্টিয়া পৌরসভার ৬২টি ভোট কেন্দ্রে সকল সরঞ্জাম আগের দিন সরবরাহ করলেও ব্যালট পেপার ভোটের দিন সকালে কেন্দ্র দেওয়া হবে। নির্বাচনী এলাকায় শুক্রবার রাত ১২ টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল, ট্রাক, পিকাপ, মাইক্রো সহ বেশ কিছু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

তবে এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরী সেবা আওতায় থাকবেনা। পৌরসভার মধ্যে সকল অফিস বন্ধ ঘোষনা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটের পরিশেষ সুন্দর আছে। ভোটকে কেন্দ্র করে কোন সহিংসতা ঘটেনি। কোন প্রার্থী এখন পর্যন্ত ভোট নিয়ে কোন সংশয় প্রকাশ করেনি। উৎসব মুখর পরিবেশে ভোট হবে বলে মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপি সহ সকল প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *