সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সোমবার(১৮ জানুয়ারী ২০২১ খ্রীঃ) রাত ০২.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া গ্রামস্থ ঢাকা টু রাজশাহী গামীহাইওয়ে রাস্তার উত্তর পাশে বিসমিল্লাহ্ হোটেলের সামনে তল্লাশী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করাহয়। এছাড়া ও তাহার নিকট হতে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির মন্ডল(৩০),পিতা-মোঃ রমজান মন্ডল,সাং- কিশোরপুর, থানা- বাঘা,জেলা-রাজশাহী।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(খ) ধারায় মামলা দায়ের করতউদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।