কুমারখালীতে সর্বনাশা আগুনে কৃষকের একমাত্র বসতঘর পুড়ে ছাই

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকের বসতঘর এবং ঘরে থাকা নগদ অর্থসহ তিন লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাক বলেন, মাঠে সামান্য কিছু জমি আছে এবং অন্যর জমি চাষ করে সংসার চালাই। আমার একটি বসত ঘর ছাড়া আর কিছুই নেই। ব্র্যাক এনজিও থেকে লোন তুলে এবং জমানো টাকা দিয়ে গরু কিনতে চেয়েছিলাম পুরো টাকায় আগুনে পুড়ে গেছে। একমাত্র মাথা গোঁজার যেটুকু আশ্রয় ছিল তাও সর্বনাশা আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’

 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, রোববার আনুমানিক রাত ১১টার দিকে রান্নাঘর থেকে তাদের বসত ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক এলাকাবাসীদের সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও একটি ঘর, দুইটি রান্নাঘর এবং ঘরে থাকা নগদ টাকা, চাল, ধান, ব্যবহৃত পোশাকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তারা ধারনা করছেন। একই সাথে আগুনে আব্দুর রাজ্জাকের বড় ভাই জলিল প্রামাণিকের রান্না ঘর পুড়ে গেছে।

 

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারী সুবিধা প্রদানের আশ্বাস দেন। এসময় জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান ফারুখ আহমেদ খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *