অনলাইন ডেস্ক : বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেবে ভারত। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারত থেকে আগামী ২০ জানুয়ারি কিংবা ২২ জানুয়ারি ২০ লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশে আসার কথা রয়েছে।
দুই দেশের গভীর বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য বিনামূল্যে এ টিকা পাঠাচ্ছে ভারত।