বগুড়া প্রতিনিধি : বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
বগুড়া ডিবি পুলিশ এর কার্যালয় থেকে জানানো হয়, শুক্রবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট ধানহাটি এলাকায় অভিযান চালিয়ে ১৯৫টি ইয়াবাসহ রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালক নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রামের বাসিন্দা মোঃ সবুজ আলী (২৪), একই এলাকার মোঃ তোফাজ্জল হোসেনকে (৩৮) আটক করে।
অপরদিকে বগুড়া ডিবির অপর একটি টিম একই তারিখে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার জামুরহাট বাজারের পিরবগামী সড়কের ধনতালা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার পিরব মোন্নাপাড়ার মোঃ সুজন মোন্নাকে (২৫) আটক করে।
বগুড়ার ডিবি ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের ও পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।