অনলাইন ডেস্ক : যত দ্রুত সম্ভব ট্যুরিস্ট ভিসা চালু করতে চাই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, আমরা আশা করছি শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঢাকার ভারতীয় হাইকমিশনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের দোরাইস্বামী বলেন, আমরা আশা করছি শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তবে গত ডিসেম্বরের শুরুতে করোনা ভাইরাসের নতুন ধরণ নিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগের সামান্য উদ্বেগ রয়েছে।