Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যেও চালু হলো ‘ফেসবুক নিউজ’

অনলাইন ডেস্ক : এবার যুক্তরাজ্যেও চালু হলো ফেসবুকের নতুন ফিচার ‘ফেসবুক নিউজ’। এজন্য দেশটির প্রধান সব গণমাধ্যমের (চ্যানেল ফোর, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান) সঙ্গে চুক্তি করেছে ফেসবুক। এর আগে যুক্তরাষ্ট্রে এই ফিচার চালু হয়।

ফেসবুক আশা করছে, এই সেবার সঙ্গে আরও অনেক সংবাদমাধ্যমই যুক্ত হবে।

নতুন ফিচার চালু হওয়ায় সংবাদ প্রকাশের জন্য এসব সংবাদ সংস্থাকে অর্থ দেবে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে এতে প্রকাশিত সংবাদগুলো এমন হবে, যা এর আগে কোনো প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি।

 

উল্লেখ্য, ‘ফেসবুক নিউজ’ ট্যাবটি শুধু মোবাইল অ্যাপেই পাওয়া যাবে।

সূত্র: বিবিসি

Exit mobile version