Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়াল ভারত

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়াল ভারত।

 

দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক নতুন নির্দেশনায় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দেয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

স্থানীয় গণমাধ্যম জানায়, এ নির্দেশে ব্যতিক্রমও রয়েছে। আন্তর্জাতিক পণ্যবাহী বিমান এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর তালিকাভুক্ত বিশেষ বিমানগুলোর ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।

 

কোভিডের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ডিজিসিএ তাদের নতুন নির্দেশিকায় বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে প্রয়োজনে নির্ধারিত কিছু রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারে।

 

মহামারীর জন্য গত ২৩ মার্চ থেকে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল ভারতে বন্ধ রয়েছে। তবে মে মাস থেকে কিছু বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল করছে, যার নাম দেওয়া হয়েছে ‘বন্দে ভারত মিশন’। এছাড়া ২৩টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত। সেই দেশগুলোর ক্ষেত্রেও বিমান চলাচলে ছাড় রয়েছে। সূত্র: এনডিটিভি

Exit mobile version