অনলাইন ডেস্ক :
দাঁতের ব্যথার মতো কষ্টকর ব্যথা খুব কমই আছে। আর শীতকালে সেই উপদ্রব আরও বেশি বাড়ে । প্রথমেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে অ্যান্টিবায়োটিক না খেয়ে ঘরোয়া উপায়ে চিকিৎসা করার চেষ্টা করুন। আমাদের ঘরেই এমন কিছু জিনিস আছে যার মাধ্যমে আপনি সাময়িক সময়ের জন্য হলেও দাঁত ব্যাথা কমাতে পারবেন।
লবঙ্গ:
একটি পাত্রে নারকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে, ব্রাশের সাহায্যে এই মিশ্রণ আক্রান্ত স্থানে লাগান। দিনে তিনবার এমন করলে অনেকটা আরাম পাবেন।লবঙ্গে রয়েছে ইউজিনল যা দাঁতের ব্যথা সহজেই কমায়।
নারিকেল তেল:
নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সমক্রমণ রোধ করে।
আদা:
এক টুকরো আদা কেটে, যে দাঁতে ব্যথা সেই দাঁত দিয়ে হালকা করে চিবাতে থাকুন। কিছুক্ষণের মাঝেই ব্যথা গায়েব।
রসুন:
এক কোয়া রসুন থেঁতো করে যে দাঁতে ব্যথা, সেই দাঁতের ওপর লাগিয়ে রাখুন। রসুনের সাথে একটু লবণও মিশিয়ে নিতে পারেন। তুলো পানিতে ভিজিয়ে, বেকিং সোডা লাগিয়ে যে দাঁতে ব্যথা, সেই দাঁতের ওপরে চেপে ধরে রাখুন। অথবা বেকিং সোডার সাথে গরম পানি মিশিয়ে কুলকুচি করুন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.