ইবি প্রতিনিধি :
অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য স্মার্টফোন কিনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘সফট লোন’ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫৬৮ শিক্ষার্থী। শনিবার (৩০ জানুয়ারি) সফট লোন অনুমোদন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৫৬৮ জনকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই তালিকা অর্থ ও হিসাব শাখায় পাঠানো হয়েছে। আগামী তিন থেকে চারদিনের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পরও কোনো শিক্ষার্থী অ্যাকাউন্টে টাকা না পেলে অর্থ ও হিসাব শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৪ নভেম্বর এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয়ে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউজিসি। সভায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ‘সফট লোন অনুমোদন কমিটির’ সুপারিশের আলোকে শিক্ষার্থীদেরকে অনধিক আট হাজার টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন তাঁরা এই ঋণ পরিশোধ করতে পারবেন।