ঢাবির আবাসিক হল ১৩ মার্চ থেকে খোলার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। কারা হলে উঠতে পারবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর সাথে যোগাযোগ করে এক সপ্তাহের মধ্যে তালিকাও প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষার অগ্রাধিকারের ভিত্তিতে হলে অবস্থানের সুযোগ দেওয়া হবে। এছাড়া যাদের কোনো পরীক্ষা নেই তারা অবস্থান করতে পারবেন না বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *