মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে রাস্তা পারাপারের সময় আলগামনের (স্যালো মেশিন চালিত যান) ধাক্কায় নূর (২) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত নূর মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মো. রুবেল হোসেনের ছেলে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোনাখালী বাজারে শিশু নূর রাস্তার অপর পাশে তার দাদীকে দেখে দৌড়ে রাস্তা পার হতে যায়। এ সময় দ্রুত বেগে আসা সার ভর্তি আলগামন তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।