বগুড়ায় চোলাই মদ তৈরির কারখানায় অভিযান

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ওই কারখানার মালিক সুকুমার দত্তকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে ১৭০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। আটক এই মদ ব্যবসায়ী শহরের শ্রীরামপুর পাড়ার সুরেশ চন্দ্র দত্তের ছেলে। বুধবার সন্ধ্যারাতে পৌরশহরের সকাল বাজার এলাকাস্থ মদ তৈরির কারখানায় বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন থেকেই বগুড়া শহরের সাতমাথা এলাকার তরুণ চক্রবর্তীর মদ বিক্রির লাইসেন্সের নাম করে সকাল বাজারস্থ এলাকায় চোলাই মদ তৈরির কারখানা গড়ে মদ বিক্রি করে আসছিল। আসলে ওই লাইসেন্সের নাম ব্যবহার করে তিনি নিজেই এখানে মদ বিক্রি করছিল। গোপনে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করার পাশাপাশি তার আড়ৎ থেকে উক্ত পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *