সরকারি ছুটির দাবি ‘কেজিএফ টু’ মুক্তির দিন

অনলাইন ডেস্ক :

প্রায় আড়াই বছর ধরে অপেক্ষায় থাকা দর্শকদের বহুল প্রতীক্ষিত ইয়াশ অভিনীত ছবি কেজিএফ-চ্যাপ্টার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক মুক্তির তারিখ ঘোষণা করার সাথে সাথে ইয়াশ ভক্তরা ছবিটির মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে আবেদন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর। চিঠিটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

ভাইরাল হওয়া চিঠিতে লেখা রয়েছে, আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপ্টার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। আমরা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি সুতরাং আমরা আপনাকে ঐদিন সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন’!

সিনেমাটির প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমার গল্প কৃষ্ণপ্পা বেয়ার ‘রকি’-কে নিয়ে। ১৯৬০-এর দশকে মুম্বাই এসেছিল দরিদ্র ঘরের ছেলে রকি তার মৃত মায়ের শেষ কথানুযায়ী ক্ষমতা এবং সম্পদের অধিকারী হতে। পরে সোনা চোরাচালান মাফিয়ার সঙ্গে জড়িত হয়ে পড়ে। ‘রকি’ হিসেবে ইয়াশ এবং গরুড়া হিসেবে রামচন্দ্র রাজু অভিনয় করেন।
‘কেজিএফ- চ্যাপ্টার টু’ সিনেমাটিতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতেজুড়ে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় এটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল।

উল্লেখ্য, ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ২০১৮ সালে মুক্তির পর সিনেমাটি দর্শক জনপ্রিয়তার তুঙ্গে থাকায় এর পরবর্তী সিক্যুয়াল তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *