
অনলাইন ডেস্ক :
চলমান টি-১০ লিগে ব্যাট হাতে ঝড় তুললেন ক্রিস গেইল। গেইলের মাত্র ২২ বলে ৮৪ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে মারাঠা অ্যারাবিয়ানসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে টিম আবুধাবি।
শেখ জায়েদ স্টেডিয়ামে এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে মারাঠা সংগ্রহ করে ৯৭ রান। সর্বোচ্চ ২৩ বলে ৩৩ রান করেন ওপেনার আলীশান শরফু। বাংলাদেশি আরেক অলরাউন্ডার মুক্তার আলী ওপেনিংয়ে নেমে ৭ বলে ১৪ রান করেন। মোসাদ্দেক ২ রানে অপরাজিত থাকেন।
৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ও ৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আবুধাবির দলটি। ওপেনিংয়ে নেমে ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের ২২ বলে ৮৪ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ৯টি বিশাল ছক্কা।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.