‘আইসিটি’র বৈশ্বিক সূচকে অগ্রগতি বাংলাদেশের’

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ করোনা মহামারিকালেও আইসিটি খাতে অগ্রগতির ধারা বজায় রেখেছে। ব্রডব্যান্ড, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্ষেত্রে আগের বছরের তুলনায় গত বছর এগিয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের খাতায় সার্বিকভাবে ২০২০ সালে এ খাতে আরও তিন পয়েন্ট যোগ হয়েছে।

এ চিত্র উঠে এসেছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের ‘গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্স ২০২০’ শীর্ষক প্রতিবেদনে। সম্প্রতি ৭৯টি দেশের ডিজিটাল ক্ষেত্রে অবকাঠামো ও সক্ষমতার ওপর ভিত্তি করে এটি প্রকাশ করা হয়। হুয়াওয়ে ২০১৫ সাল থেকে চার ক্ষেত্রের ৪০টি সূচকের ভিত্তিতে এই জিসিআই প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১৫ থেকে এই পর্যন্ত ‘গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্স’ বা বৈশ্বিক সূচকে আট পয়েন্ট এগিয়েছে বাংলাদেশ বলে জিসিআই ২০২০ প্রতিবেদনে জানানো হয়েছে। আর সেই ৪০টি সূচকের মধ্যে গত বছরের তুলনায় ২০২০ সালে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ৪জি সংযোগ বেড়েছে। পাশাপাশি এআই এবং আইওটি ক্ষেত্রে সম্ভাবনার হার বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *